গীতবিতান/প্রেম ও প্রকৃতি/১৫

১৫

এ কী হরষ হেরি কাননে!
পরান আকুল, স্বপন বিকশিত  মোহমদিরাময় নয়নে।
ফুলে ফুলে করিছে কোলাকুলি,  বনে বনে বহিছে সমীরণ
নবপল্লবে হিল্লোল তুলিয়ে—  বসন্তপরশে বন শিহরে।
কী জানি কোথা পরান মন  ধাইছে বসন্তসমীরণে।
ফুলেতে শুয়ে জোছনা  হাসিতে হাসি মিলাইছে।
মেঘ ঘুমায়ে ঘুমায়ে ভেসে যায়  ঘুমভারে অলসা বসুন্ধরা—
দূরে পাপিয়া পিউ-পিউ রবে  ডাকিছে সঘনে।