গীতবিতান/প্রেম ও প্রকৃতি/১৮

১৮

হাসি কেন নাই ও নয়নে!  ভ্রমিতেছ মলিন-আননে।
দেখো, সখী, আঁখি তুলি  ফুলগুলি ফুটেছে কাননে।
তোমারে মলিন দেখি  ফুলেরা কাঁদিছে সখী
শুধাইছে বনলতা  কত কথা  আকুল বচনে।
এসো সখী, এসো হেথা,  একটি কহো গো কথা—
বলো, সখী, কার লাগি  পাইয়াছ মনোব্যথা।
বলো, সখী, মন তোর  আছে তোর  কাহার স্বপনে