গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৩২

৩২

দুজনে দেখা হল  মধুযামিনী রে—
কেন কথা কহিল না,  চলিয়া গেল ধীরে।

নিকুঞ্জে দখিনাবায়  করিছে হায়-হায়,
লতাপাতা দুলে দুলে  ডাকিছে ফিরে ফিরে।
দুজনের আঁখিবারি  গোপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা  প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা,  জগতে দোঁহে একা—
চিরদিন ছাড়াছাড়ি  যমুনাতীরে।