গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৩৬

৩৬

ও গান আর গাস্ নে, গাস্ নে, গাস্ নে।
যে দিন গিয়েছে সে আর ফিরিবে না—
তবে ও গান গাস্ নে।
হৃদয়ে যে কথা লুকানো রয়েছে সে আর জাগাস নে।