গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৪৬

৪৬

হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী,
কেন নয়নে আসে বারি।
আজি প্রিয়তম আসিবে মোর ঘরে—
বলো কী করিব আমি সখী।
দেখা হলে, সখী, সেই প্রাণবঁধুরে  কী বলিব নাহি জানি।
সে কি না জানিবে, সখী,  রয়েছে যা হৃদয়ে—
না বুঝে কি ফিরে যাবে সখী।