গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৬২

৬২

আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি।
আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী।
ওরে মন,  খুলে দে মন, যা আছে তোর  খুলে দে—
অন্তরে যা ডুবে আছে  আলোক-পানে তুলে দে।
আনন্দে সব বাধা টুটে  সবার সাথে ওঠ্ রে ফুটে—
চোখের ’পরে আলস-ভরে রাখিস নে আর আঁচল টানি