গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৭৫

৭৫

সন্ন্যাসী,
ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত।
বাহিরে যে তব লীন হল সব বিত্ত।
রসহীন তরু,  নিষ্ঠুর মরু,
বাতাসে বাজিছে রুদ্র ডমরু,
ধরা-ভাণ্ডার রিক্ত।
জাগো তপস্বী, বাহিরে নয়ন মেলো হে। জাগো!
স্থলে জলে ফুলে ফলে পল্লবে।
চপল চরণ ফেলো হে। জাগো!
জাগো গানে গানে   নব নব তানে,
জাগাও উদাস হতাশ পরানে
উদার তোমার নৃত্য। জাগাও।