গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৮৭

৮৭

কী বেদনা মোর জানো সে কি তুমি জানো
ওগো মিতা, মোর অনেক দূরের মিতা।
আজি এ নিবিড়তিমির যামিনী বিদ্যুতসচকিতা।
বাদল-বাতাস ব্যেপে  হৃদয় উঠিছে কেঁপে
ওগো সে কি তুমি জানো।
উৎসুক এই দুখজাগরণ এ কি হবে হায় বৃথা।
ওগো মিতা, মোর অনেক দূরের মিতা,
আমার ভবনদ্বারে  রোপণ করিলে যারে
সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা।
ওগো সে কি তুমি জানো।
তুমি যার সুর দিয়েছিলে বাঁধি
মোর কোলে আজ উঠিছে সে কাঁদি  ওগো সে কি জানো—
সেই-যে তোমার বীণা সে কি বিস্মৃতা।