গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৯৭
< গীতবিতান
(পৃ. ৯১১)
৯৭
এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন, এসো এসো।
আনো জানো তব মল্লারমন্দ্রিত বীন॥
বীণা বাজুক রমকি ঝমকি,
বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকি চমকি।
নবনীপকুঞ্জনিভৃতে কিশলয়মৰ্মরগীতে—
মঞ্জীর বাজুক রিন-রিন রিন-রিন॥
নৃত্যতরঙ্গিত তটিনী বর্ষণনন্দিত নটিনী— আনন্দিত নটিনী,
চলো চলো কূল উচ্ছলিয়া কলো-কলো-কলো কল্লোলিয়া।
তীরে তীরে বাজুক অন্ধকারে ঝিল্লির ঝঙ্কার ঝিন্-ঝিন-ঝিন-ইন।
১৬.৫.১৩৪৭