গীতবিতান/বিচিত্র/১১৫
< গীতবিতান
(পৃ. ৫৯৫)
১১৫
আমাদের ভয় কাহারে।
বুড়ো বুড়ো চোর ডাকাতে কী আমাদের করতে পারে।
আমাদের রাস্তা সোজা, নাইকো গলি— নাইকো ঝুলি, নাইকো থলি—
ওরা আর যা কাড়ে কাড়ুক, মোদের পাগলামি কেউ কাড়বে না রে।
আমরা চাই নে আরাম, চাই নে বিরাম,
চাই নে যে ফল, চাই নে রে নাম—
মোরা ওঠায় পড়ায় সমান নাচি,
সমান খেলি জিতে হারে।