গীতবিতান/বিচিত্র/১২
< গীতবিতান
(পৃ. ৫৪৮)
১২
আমার নাইবা হল পারে যাওয়া।
যে হওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া।
নেই যদি বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি।
আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী-বাওয়া।
হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে।
আমার সারা দিনের এই কি রে কাজ— ওপার-পানে কেঁদে চাওয়া।
কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা।
আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া।