গীতবিতান/বিচিত্র/১৩৬
< গীতবিতান
(পৃ. ৬০৩)
১৩৬
সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা।
নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা।
এলি কি পাষাণী ওরে। দেখব তোরে আঁখি ভ’রে—
কিছুতেই থামে না যে, মা, পোড়া এ নয়নের ধারা।
১৩৬
সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা।
নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা।
এলি কি পাষাণী ওরে। দেখব তোরে আঁখি ভ’রে—
কিছুতেই থামে না যে, মা, পোড়া এ নয়নের ধারা।