২৬

খেলাঘর  বাঁধতে লেগেছি  আমার  মনের ভিতরে।
কত রাত তাই তো জেগেছি  বলব কী তোরে।
প্রভাতে  পথিক ডেকে যায়,  অবসর  পাই নে আমি হায়—
বাহিরের খেলায় ডাকে সে,  যাব কী ক’রে।
যা আমার  সবার হেলাফেলা  যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো  ভাঙা দিনের ঢেলা,  তাই দিয়ে ঘর গড়ি।
যে আমার  নতুন খেলার জন  তারি এই  খেলার সিংহাসন,
ভাঙারে  জোড়া দেবে সে  কিসের মন্তরে।