গীতবিতান/বিচিত্র/৩৮
< গীতবিতান
(পৃ. ৫৬০)
৩৮
জাগ’ আলসশয়নবিলগ্ন।
জাগ’ তামসগহননিমগ্ন
ধৌত করুক করুণাবৃষ্টি সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি,
জাগ’ দুঃখভারনত উদ্যমভগ্ন।
জ্যোতিসম্পদ ভরি দিক চিত্ত ধনপ্রলোভননাশন বিত্ত,
জাগ’ পুণ্যবান পর’ লজ্জিত নগ্ন।
৩৮
জাগ’ আলসশয়নবিলগ্ন।
জাগ’ তামসগহননিমগ্ন
ধৌত করুক করুণাবৃষ্টি সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি,
জাগ’ দুঃখভারনত উদ্যমভগ্ন।
জ্যোতিসম্পদ ভরি দিক চিত্ত ধনপ্রলোভননাশন বিত্ত,
জাগ’ পুণ্যবান পর’ লজ্জিত নগ্ন।