৯৩

আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে  যূথীর মালে পরশে মৃদু বায়।

বনের ছায়া মনের সাথি,  বাসনা নাহি কিছু—
পথের ধারে আসন পাতি,  না চাহি ফিরে পিছু-
বেণুর পাতা  মিশায় গাথা  নীরব ভাবনায়।
মেঘের খেলা গগনতটে  অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্মরণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা  তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা  ভাসায় বাতাসেতে—
কপোত তাকে  মধুকশাখে  বিজন বেদনায়।