৯৬

আমি  সন্ধ্যাদীপের শিখা,
অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা।
তার স্বপনে মোর আলোর পরশ  জাগিয়ে দিল গোপন হরষ,
অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লিখা।
আমার  নির্জন উৎসবে
অম্বরতল হয় নি উতল পাখির কলরবে।
যখন  তরুণ রবির চরণ লেগে  নিখিল ভুবন উঠবে জেগে
তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা।