গীতাঞ্জলির পাণ্ডুলিপি/৬
কত অজানারে জানাইলে তুমি
কত ঘরে দিলে ঠাঁই।
দূরকে করিলে নিকট বন্ধু,
পরকে করিলে ভাই।
পুরানো আবাস ছেড়ে চলি যবে
মনে ভেবে মরি কি জানি কি হবে,
নূতনের মাঝে তুমি পুরাতন
সে কথা যে ভুলে যাই।
জীবনে মরণে নিখিল ভুবনে
যখনি যেখানে লবে
চিরজনমের পরিচিত ওহে
তুমিই চিনাবে সবে।
তোমারে জানিলে নাহি কেহ পর,
নাহি কোনো মানা, নাহি কোনো ডর,
সবারে মিলায়ে তুমি জাগিতেছ,
দেখা যেন সদা পাই।
Thou hast made known to me friends to whom I know not. Thou hast given me seats in homes not my own.Thou hast brought the distant near and made brother of the stranger. I am uneasy at heart when I have to leave my accustomed shelter; I forget that there abidest thou the changeless old in the changing new. Through birth and death, in this world or in others, wherever thou leadest me it is thou the same one companion of my endless life who ever linkest my heart with bonds of joy to the unfamiliar. When one knows thee then alien there is none, then no door is shut. Oh, grant me this my prayer that I may never lose the bliss of the touch of the One in the play of the diverse many.