গীতাঞ্জলির পাণ্ডুলিপি/৮
মেঘের পরে মেঘ জমেছে
আঁধার করে আসে।
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে।
কাজের দিনে নানা কাজে
থাকি নানা লোকের মাঝে,
আজ আমি যে বসে আছি
তোমারি আশ্বাসে।
তুমি যদি না দেখা দেও
কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার
এমন বাদলবেলা।
দূরের পানে মেলে আঁখি
কেবল আমি চেয়ে থাকি,
পরান আমার কেঁদে বেড়ায়
দুরন্ত বাতাসে।
Clouds heap upon clouds and it darkness. Ah love, why letst me wait outside at the door all alone? In the busy moments on the noontide work I am with the crowd but in this dark lonely day it is only for thee that I hope.
If thou showest me not thy face,if thou leavest me all aside, I know not how am I to pass these long rainy hours.
I keep gazing on at the faraway gloom of the sky, and my heart wonders waiting with the restless wind.