১১০

ছাড়িস্‌নে, ধরে থাক্‌ এঁটে,
ওরে হবে তোর জয়!
অন্ধকার যায় বুঝি কেটে,
ওরে আর নেই ভয়।
ওই দেখ পূর্ব্বাশার ভালে
নিবিড় বনের অন্তরালে
শুকতারা হয়েছে উদয়
ওরে আর নেই ভয়!
এরা যে কেবল নিশাচর—
অবিশ্বাস আপনার পর
হতাশ্বাস, আলস্য, সংশয়,
এরা প্রভাতের নয়।
ছুটে আয়, আয়রে বাহিরে
চেয়ে দেখ্, দেখ্, উর্দ্ধশিরে
আকাশ হতেছে জ্যোতির্ম্ময়
ওরে আর নেই ভয়।

২১ আষাঢ় ১৩১৭