১১৩

কে বলে সব ফেলে যাবি
মরণ হাতে ধরবে যবে—
জীবনে তুই যা নিয়েছিস
মরণে সব নিতে হবে।
এই ভরা ভাণ্ডারে এসে
শূন্য কি তুই যাবি শেষে
নেবার মত যা আছে তোর
ভাল করে নে তুই তবে।
আবৰ্জ্জনার অনেক বোঝা
জমিয়েছিস যে নিরবধি,—
বেঁচে বাবি, যাবার বেলা
ক্ষয় করে সব যাস্‌রে যদি
এসেছি এই পৃথিবীতে,
হেথায় হবে সেজে নিতে,
রাজার বেশে চলরে হেসে
মৃত্যুপারের সে উৎসবে।

১৩ আষাঢ় ১৩১৭