১১৫

মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে
সে দিন তুমি কি ধন দিবে উহারে?
ভরা আমার পরাণখানি
সম্মুখে তার দিব আনি,
শূন্য বিদায় করবনাত উহারে—
মরণ যেদিন আসবে আমার দুয়ারে।
কত শরৎ বসন্তরাত,
কত সন্ধ্য, কত প্রভাত
জীবনপাত্রে কত যে রস বরষে;
কতই ফলে কতই ফুলে
হৃদয় আমার ভরি তুলে
দুঃখ সুখের আলো ছায়ার পরশে।
যা কিছু মোর সঞ্চিত ধন
এত দিনের সব আয়োজন
চরমদিনে সাজিয়ে দিব উহারে
মরণ যেদিন আসবে আমার দুয়ারে।

২৫ আষাঢ় ১৩১৭