১১৭

ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা
মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা
সারাজনম তােমার লাগি
প্রতিদিন যে আছি জাগি,
তােমার তরে বহে বেড়াই
দুঃখসুখের ব্যথা;
মরণ, আমার মরণ, তুমি
কও আমারে কথা।

যা পেয়েছি, যা হয়েছি,
যা কিছু মাের আশা
না জেনে ধায় তােমার পানে
সকল ভালবাসা।
মিলন হবে তােমার সাথে,
একটি শুভ দৃষ্টিপাথে,
জীবনবধূ হবে তােমার
নিত্য অনুগত্য,
মরণ, আমার মরণ, তুমি
কও আমারে কথা।
বরণমালা গাথা আছে
আমার চিত্তমাঝে,
কবে নীরব হাস্যমুখে
আসবে বরের সাজে!
সেদিন আমার রবেনা ঘর,
কেই বা আপন, কেই বা অপর
বিজন রাতে পতির সাথে
মিলবে পতিব্রতা
মরণ, আমার মরণ, তুমি
কও আমারে কথা।

২৬ আষাঢ় ১৩১৭