১৩১

আমার মাঝে তােমার লীলা হবে
তাই ত আমি এসেছি এই ভবে
এই ঘরে সব খুলে যাবে দ্বার,
ঘুচে যাবে সকল অহঙ্কার,
আনন্দময় তােমার এ সংসারে
আমার কিছু আর বাকি না রবে।

মরে গিয়ে বাঁচব আমি তবে,
আমার মাঝে তােমার লীলা হবে :
সব বাসনা যাবে আমার থেমে
মিলে গিয়ে তােমার এক প্রেমে,
দুঃখ সুখের বিচিত্র জীবনে
তুমি ছাড়া আর কিছু না রবে।

৭ শ্রাবণ ১৩১৭