গীতাঞ্জলি/৩৭
(পৃ. ৪৩-৪৪)
৩৭
পারবি না কি যোগ দিতে এই ছন্দেরে,
খসে যাবার ভেসে যাবার
ভাঙবারই আনন্দে রে!
পাতিয়া কান শুনিস না যে
দিকে দিকে গগন মাঝে
মরণ বীণায় কি সুর বাজে
তপন-তারা-চন্দ্রেরে
জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে
জ্বলবারই আনন্দে রে!
পাগল-করা গানের তানে
ধায় যে কোথা কেই বা জানে,
চায় না ফিরে পিছন পানে
রয়না বাঁধা বন্ধেরে,
লুটে যাবার ছুটে যাবার
চলবারই আনন্দে রে।
সেই আনন্দ-চরণপাতে
ছয় ঋতু যে নৃত্যে মাতে,
প্লাবন বহে যায় ধরাতে
বরণ গীতে গন্ধেরে,
ফেলে দেবার ছেড়ে দেবার
মরবারই আনন্দে রে।
১৮ ভাদ্র ১৩১৬