গীতাঞ্জলি/৩৯
(পৃ. ৪৬)
৩৯
শরতে আজ কোন অতিথি
এল প্রাণের দ্বারে!
আনন্দ গান গারে হৃদয়
আনন্দ গান গারে!
নীল আকাশের নীরব কথা,
শিশির-ভেজা ব্যাকুলতা,
বেজে উঠক আজি তোমার
বীণার তারে তারে।
শস্যক্ষেতের সোনার গানে
যোগ দেরে আজ সমান তানে,
ভাসিয়ে দে সুর ভরা নদীর
অমল জলধারে।
যে এসেছে তাহার মুখে
দেখরে চেয়ে গভীর সুখে
দুয়ার খুলে তাহার সাথে
বাহির হয়ে যারে।
১৮ ভাদ্র ১৩১৬