গীতাঞ্জলি/৭২
(পৃ. ৮৪)
৭২
ওগো মৌন, না যদি কও
নাই কহিলে কথা।
বক্ষ ভরি বইব আমি
তোমার নীরবতা।
স্তব্ধ হয়ে রইব পড়ে,
রজনী রয় যেমন করে
জ্বালিয়ে তারা নিমেষ-হারা
ধৈর্য্যে অবনত।
হবে হবে প্রভাত হবে
আঁধার যাবে কেটে।
তোমার বাণী সোনার ধারা
পড়বে আকাশ ফেটে।
তখন আমার পাখীর বাসায়
জাগবে কি গান তোমার ভাষায়!
তোমার তানে ফোটাবে ফুল
আমার বনলতা।
১৮ জ্যৈষ্ঠ ১৩১৬