১০৬

যাস নে কোথাও ধেয়ে,
দেখ্‌ রে কেবল চেয়ে।
ঐ যে পুরব-গগন-মূলে
সোনার বরন পালটি তুলে
আসছে তরী বেয়ে,
দেখ্‌ রে কেবল চেয়ে॥

যে আঁধার-তটে
আনন্দ-গান রটে।
অনেক দিনের অভিসারে
অগম গহন জীবন-পারে
পৌঁছিল তোর নেয়ে,
দেখ্‌ রে কেবল চেয়ে॥

ঐ যে রে তোর তরী
আলোয় গেল ভরি।
চরণে তার বরণডালা
কোন্ কাননের বহে মালা।
গন্ধে গগন ছেয়ে?
দেখ্ রে কেবল চেয়ে॥

২ কার্তিক ১৩২১

প্রভাত

এলাহাবাদ