আলো যে
যায় রে দেখা-
হৃদয়ের পুব-গগনে।
সোনার রেখা।
এবারে ঘুচল কি ভয়।
এবারে হবে কি জয়।
আকাশে হল কি ক্ষয়
কালির লেখা॥


কারে ঐ
যায় গো দেখা,
হৃদয়ের সাগর-তীরে
দাঁড়ায় একা।
ওরে তুই সকল ভুলে
চেয়ে থাক্ নয়ন তুলে—
নীরবে চরণ-মূলে
মাথা ঠেকা॥



৬ ভাদ্র ১৩২১
কলিকাতা