৭০


আপন হতে বাহির হয়ে
বাইরে দাঁড়া;
বুকের মাঝে বিশ্বলোকের
পাবি সাড়া।
এই যে বিপুল ঢেউ লেগেছে
তোর মাঝেতে উঠুক নেচে,
সকল পরান দিক্‌-না নাড়া-
বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া॥


বোস্‌-না ভ্রমর এই নীলিমায়
আসন লয়ে
অরুণ-আলোর স্বর্ণরেণু
মাখা হয়ে।
যেখানেতে অগাধ ছুটি
মেল্‌ সেথা তোর ডানা দুটি,
সবার মাঝে পাবি ছাড়া-
বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া॥

১৭ আশ্বিন [১৩২১]

সন্ধ্যা

শান্তিনিকেতন