৭২


ওগো আমার হৃদয়-বাসী,
আজ কেন নাই তোমার হাসি।
সন্ধ্যা হল কালো মেঘে,
চাঁদের চোখে আঁধার লেগে;
বাজল না আজ প্রাণের বাঁশি॥


রেখেছি এই প্রদীপ মেজে,
জ্বালিয়ে দিলেই জ্বলবে সে যে।
একটুকু মন দিলেই তবে
তোমার মালা গাঁথা হবে,
তোলা আছে ফুলের রাশি॥

১৮ আশ্বিন [১৩২১]

সন্ধ্যা

শান্তিনিকেতন