৯৭

সুখের মাঝে তােমায় দেখেছি,
দুঃখে তােমায় পেয়েছি প্রাণ ভ’রে।
হারিয়ে তােমায় গােপন রেখেছি,
পেয়ে আবার হারাই মিলন-ঘোরে।
চিরজীবন আমার বীণা-তারে
তােমার আঘাত লাগল বারে বারে,
তাই তাে আমার নানা সুরের তানে
তােমার পরশ প্রাণে নিলেম ধরে॥

আজ তাে আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায় হেথাকার।
নূতন আলােয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
তবু তুমি সেই তাে আমার তুমি,
আবার তােমায় চিনব নূতন করে॥

২৫ আশ্বিন [১৩২১]

পালকি-পথে

বেলা