গীতিগুঞ্জ/১০
(পৃ. ১৩)
১০
বিফল সুখ-আশে
জীবন কি যাবে?
কবে আসিবে হরি,
কবে বোঝাবে?
হয়ে আছি পথহারা,
তোমার পাই নে সাড়া;
কবে আসিয়ে তুমি
পথ দেখাবে?
আসিয়ে তোমার ভবে
শুধু কি কাঁদিতে হবে?
কবে আসিবে কাছে,
নয়ন মুছাবে?
সম্মুখে না দেখি বেলা,
ফুরায়ে আসিছে বেলা,
তোমার পারে ভেলা
কবে ভিড়াবে?
যদি সংসারের ঘোরে
আরো ঘুরাইবে মোরে,
মিনতি করি, এসো যবে
দিন ফুরাবে।
খাম্বাজ