গীতিগুঞ্জ/১০২
(পৃ. ১২৫)
১০২
আমার বাগানে এত ফুল, তবু কেন চলে যায়?
তারা চেয়ে আছে তারি পানে, সে তো নাহি ফিরে চায়।
ভুলে কি গিয়েছে ভোলা প্রভাতের ফুল তোলা,
জানে না কি পরিতে সে কুসুম গলায়?
আঁখির শিশির-পাতে ফুটেছে তারা প্রভাতে
শুকাইয়ে যাবে তারা সাঁঝের বেলায়।
যবে সে আসিবে ফিরে, নিশির ঘন তিমিরে
তার চরণ করিব রাঙা নিঠুর কাঁটায়।
খাম্বাজ