১২৯

যাও যাও, জানাতে এসো না ভালোবাসা
চাহি না বরষ পরে বারেক আসা।

প্রভাতে মালতী যূথী করবী,
অলিকুল গুঞ্জনে গরবী,
আমা হতে সুন্দরী, সুরভি?
যাও, তার সনে করে খেলা-হাসা।—
যাও যাও, জানাতে এসো না ভালোবাসা।

নিশীথে কলঙ্কিনী আকাশে
আমা হতে উজ্জ্বল বিকাশে?
যাও তুমি সে রূপসী-সকাশে,
মিটাও তোমার রূপ-আশা।—
যাও যাও, জানাতে এসো না ভালোবাসা।

কোকিলের মতো কণ্ঠ নাহি যে
মোহন সুরে আমি তোমারে চাহি;
আমি কি পারি তুষিতে তোমারে গাহি—
নিতি নিতি নব নব ভাষা?—
যাও যাও, জানাতে এসো না ভালোবাসা।

ভৈরবী