গীতিগুঞ্জ/১৬২
(পৃ. ১৯২)
১৬২
বর্ষা
প্রবল ঘন, মেঘ আজি
নীল ঘন ব্যোম-’পরে
আঁধার ঘনঘোর
ভানু চন্দ্র ছায়ি হে।
বরষিছে মুষলধার,
নাহি বিরাম আর;
বিশ্বশক্তি রাখো এ
বিপদ বাঁচাই হে।
ত্রস্ত ধরণী-’পরে
সকলি হে শঙ্কা করে—
পশুপক্ষী, জলস্থল,
নদীনদ, বায়।
সকলি বিস্মিত হায়
ঘনঘোর বরষায়;
জগপতি, চরণে রাখো
শান্তি বিছায়ি হে।
মেঘ