১৭০



রুমক ঝুমক রুম ঝুম নূপুর বাজে।
বিরহী পরান মম সে দুটি চরণ যাচে।

সে নৃত্যের তালে তালে দোলে রে কুসুম ডালে,
তড়াগে মরাল দোলে, হিল্লোলে তটিনী নাচে।

শিশুর চরণ টলে সে চরণছন্দে,
শিখীর চরণ টলে রঙিন আনন্দে।
বাদলের রিনি রিনি বাজে সেই শিঞ্জিনী—
শুনি সে চরণধ্বনি নিশীথে প্রভাতে সাঁঝে।

মৃদুল মঞ্জুল কভু বাজে সে মধুর,
বেদনমুখর কভু খর সে নূপুর—
তরুণ হৃদয়-মাঝে তারি আগমনী বাজে,
নাচে সেই নটরাজে আমার হৃদয়-মাঝে।

মিশ্র খাম্বাজ