১৭৩
ডাকে কোয়েলা বারে বারে, ‘হা মোর কান্ত, কোথা তুমি হা রে’; চিত্ত-পিক চিতনাথে ফুকারে। বাজিছে বংশী মন-বনমাঝে, এমন সময়ে সে কোথা বিরাজে? পুষ্পে পরিমল ফুলবঁধু যাচে— এসো বঁধুয়া নিকুঞ্জদুয়ারে।
গৌড় মল্লার