গীতিগুঞ্জ/২
(পৃ. ২-৩)
২
মন রে আমার,
তুই শুধু বেয়ে যা দাঁড়।
হালে যখন আছেন হরি,
তোর যেমন ফাগুন তেমনি আষাঢ়।
যখন যুঝবে তরী স্রোতের সনে—
মন রে আমার—
তুই নিস আরো পরান-পণে;
যখন পালে লাগবে হাওয়া
সময় পাবি রে জিরোবার।
মাঝির সেই গানের তানে—
মন রে আমার, মন রে আমার—
চল্ সাথীর সনে সমান টানে;
চাস না রে তুই আকাশ-পানে,
হোক-না ফরসা, হোক-না আঁধার।
কাজ কি জেনে কোথায় যাবি—
মন রে আমার—
কখন ঘাটে নাও ভিড়াবি
কখন গাঙে লাগবে ভাঁটা,
কখন ছুটে আসবে জোয়ার।
মনে রাখিস নিরবধি—
ভোলা মন রে আমার, মন রে আমার—
যাঁহারি নাও, তাঁরি নদী;
যে ফেলবে তোরে বানের মুখে
সেই তো তরীর কর্ণধার।
বাউল