৩৩

মিলিল আজি পথিক দু জন
জীবন-পথের মাঝে;
দেখাও সুপথ হে পথের পতি,
দেখাও দিবসে সাঁঝে।

যেথায় অজানা মিলে শত পথ,
চারি দিকে যাত্রী করে যাতায়াত,
চালাও যে পথে তোমার তীরথ,
তোমার মন্দির রাজে।

পথ-পাশে যবে মেলে সুখ-মেলা,
সুখী হোক খেলি হরষের খেলা;
সে খেলায় যেন নাহি করে হেলা
বিরস জীবন-কাজে।

যদি কভু রাতে নিবে যায় বাতি,
দেখাইয়ো নাথ, তব মুখ-ভাতি;
বন্ধুর পথে হে জগবন্ধু,
থেকো সদা কাছে কাছে।

বেহাগ