গীতিগুঞ্জ/৩৫
(পৃ. ৪১)
৩৫
তখনি তোরে বলেছিনু মন,
যাস নে রে তুই এ বিপথে,
মানলি নি তখন।
কাঁটার ভয়ে ছাড়লি সুপথ,
সুগম ভেবে ধরলি বিপথ,
ছ-জনায় তোর পথের সম্পদ
করিল হরণ।
সাথের সাথী ভাবলি যারা
কোথায় এখন রইল তারা?
এবে বিজন বনে পথহারা,
সজল নয়ন।
দুখের বোঝা লয়ে শিরে
চল্ রে ভোলা, চল্ রে ফিরে,
ভরসা তোর এ তিমিরে
হরির চরণ।
বেহাগ খাম্বাজ