গীতিগুঞ্জ/৩৭
(পৃ. ৪৩)
৩৭
আর কত কাল থাকব বসে দুয়ার খুলে?
বঁধু আমার!
তোমার বিশ্বকাজে আমারে কি রইলে ভুলে?
বঁধু আমার!
বাহিরের উষ্ণ বায়ে মালা যে যায় শুকায়ে,
নয়নের জল, বুঝি তাও, বঁধু মোর, যায় ফুরায়ে।
শুধু ডোরখানি হায় কোন্ পরানে তোমার গলায় দিব তুলে?—
বঁধু আমার!
হৃদয়ের শব্দ শুনে চমকি' ভাবি মনে,
ওই বুঝি এল বঁধু ধীরে মৃদুল চরণে!
পরানে লাগলে ব্যথা ভাবি বুঝি আমায় ছুঁলে।—
বঁধু আমার!
বিরহে দিন কাটিল, কত যে কথা ছিল,
কত যে মনের আশা মন-মাঝে রহিল;
কি লয়ে থাকব বলো তুমি যদি রইলে ভুলে?—
বঁধু আমার।
মিশ্র-বাউল কীর্তন