আমি তোমার ধরব না হাত,
নাথ, তুমি আমায় ধরো।
যারা আমায় টানে পিছে
তারা আমা হতেও বড়ো।
শক্ত ক’রে ধরো হে নাথ,
শক্ত ক’রে আমায় ধরো।

যদি কভু পালিয়ে আসি
তারা কেমন ক’রে বাজায় বাঁশি!
বাজাও তোমার মোহন বীণা
আরো মনোহর।
তাদের চেয়েও মধুর সুরে
বাজাও মনোহর।

বেহাগ