৯৩

আমার মনের ভগন দুয়ারে সহসা তুমি কে গো, তুমি কে?
নন্দন-আভা-বেষ্টিত তনু উজল নিজ আলোকে।—
তুমি কে গো, তুমি কে?

এ কি প্রেম-প্রতিম অঙ্গ!
এ কি যৌবন-রপ-রঙ্গ!
এ কি মন্দাকিনী-মন্দ-সলিল-ভঙ্গ!
এ কি সহসা মম জীবন-বন পুষ্পিত
তোমার নয়ন-পলকে!—
তুমি কে গো, তুমি কে?

ছিল অশ্রুজলদলীন হৃদয় দুঃখ-তামস গগনে,
আজি প্রাণ মম ইন্দ্রধনু তোমার নয়ন-কিরণে,
আজি প্রাণ মম মত্ত মধুপ লুণ্ঠিত তব চরণে,
মম জীবন মরণ ধরম শরম
সকলি লীন পুলকে।—
তুমি কে গো, তুমি কে?


তুমি বিশ্ব করেছ সুন্দর মনের নিভৃত কন্দরে;
মম ক্ষুদ্র তরণী চঞ্চল ক্ষুদ্র জীবন-বন্দরে;
তুমি সহসা উদিত ভাস্কর নীল নিশীথ-অম্বরে;
মম জীবন-গহন-চয়ন-কুসুম
শোভিত তব অলকে।—
তুমি কে গো, তুমি কে?

মিশ্র খাম্বাজ