গীতিমাল্য/১০০
(পৃ. ১২১)
১০০
তুমি আমার আঙিনাতে ফুটিয়ে রাখ ফুল।
আমার আনাগােনার পথখানি হয় সৌরভে আকুল।
ওগাে ঐ তােমারি ফুল।
ওরা আমায় হৃদয়-পানে মুখ তুলে যে থাকে।
ওরা তােমার মুখের ডাক নিয়ে যে আমারি নাম ডাকে।
ওগাে ঐ তােমারি ফুল॥
তােমার কাছে কী যে আমি সেই কথাটি হেসে
ওরা আকাশেতে ফুটিয়ে তােলে, ছড়ায় দেশে দেশে।
ওগাে ঐ তােমারি ফুল॥
দিন কেটে যায় অন্যমনে, ওদের মুখে তবু
প্রভু, তােমার মুখের সােহাগ-বাণী ক্লান্ত না কভু।
ওগাে ঐ তােমারি ফুল।
প্রাতের পরে প্রাতে ওরা, রাতের পরে রাতে
তোমার অন্তবিহীন যতনখানি বহন করে মাথে।
ওগাে ঐ তােমারি ফুল।
হাসিমুখে আমার যতন নীরব হয়ে যাচে।
তোমার অনেক যুগের পথ-চাওয়াটি ওদের মুখে আছে।
ওগো ঐ তােমারি ফুল॥
৫ বৈশাখ ১৩২১
শান্তিনিকেতন