গীতিমাল্য/১১১
(পৃ. ১৩২)
১১১
মাের সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ,
তােমায় করি গাে নমস্কার।
মাের অন্ধকারের অন্তরে তুমি হেসেছ,
তােমায় করি গাে নমস্কার।
এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে।
তােমায় করি গো নমস্কার।
এই শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে
তােমায় করি গাে নমস্কার।
এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে
তােমায় করি গাে নমস্কার।
এই স্তব্ধ তারার মৌনমন্ত্রভাষণে
তােমায় করি গাে নমস্কার।
এই কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে
তােমায় করি গাে নমস্কার।
এই গন্ধগহন সন্ধ্যাকুসুমমালাতে
তােমায় করি গাে নমস্কার॥
৩ আষাঢ় ১৩২১
কলিকাতা