ঘুসখোরি বুদ্ধি/প্রথম পরিচ্ছেদ
ঘুসখোরি বুদ্ধি।
প্রথম পরিচ্ছেদ।
বোধ হয়, এখন একমাসও অতীত হয় নাই, আমি আমার আফিসে বসিয়া সরকারী কার্য্যে লিপ্ত আছি। এইরূপ সময়ে একটী ভদ্রলোক আমার আফিসের ভিতর প্রবেশ করিয়াই, আমার নাম জিজ্ঞাসা করিলেন। আমি আমার নাম প্রথমে বলিয়া পরিশেষে তাঁহাকে কহিলাম, “মহাশয়! আপনি কাহার অনুসন্ধান করিতেছেন।”
ভদ্রলোক। আমি আপনার নিকটেই আসিয়াছি।
আমি। আমার নিকট, কি প্রয়োজন, তাহা জিজ্ঞাসা করিতে পারি কি?
ভদ্রলোক। আমি আপনার জীবন চরিত লইবার মানসে আসিয়াছি।
আমি। কেন মহাশয়! আপনি কি আমার জীবন চরিত লিখিতে চাহেন?
ভদ্রলোক। না। আপনি আপনার নিজের জীবন চরিত যাহা লিখিয়া থাকেন, আমি তাহাই খরিদ করিতে আসিয়াছি।
আমি। আমি আমার জীবন চরিত ত লিখি নাই, আর আমার জীবনে এরূপ কি আছে যে, আমার জীবন চরিত বাহির হইবে?
ভদ্রলোক। কেন মহশিয়! আপনি-মাসে মাসে যে পুস্তক লিখিত্বা থাকেন, তাহাই ত আপনার জীবন চরিত।
আমি। কি, দারোগার দপ্তর?
ভদ্রলোক। হাঁ।
আমি। তাহাই বলুন না কেন, আপনি দারোগার দপ্তরের একজন গ্রাহক হইতে আসিয়াছেন?
ভদ্রলোক। তাহাই।
আমি। আপনি অনুগ্রহ পূর্ব্বক দারোগার দপ্তরের আফিসে গমন করুন, সেই স্থানে কার্য্যাধ্যক্ষ আছেন, এবং কর্মচারিগণও আছেন, সেই স্থানে গমন করিলেই আপনার অভিলাষ পূর্ণ করিতে পারিবেন
আমার কথা শুনিয়া তিনি দারোগার দপ্তর আফিসে গমন করিলেন। পরে কার্ধ্যাধ্যক্ষের নিকট হইতে অবগত হইতে পারিয়াছিলাম যে, তিনি যে কেবলমাত্র বর্ত্তমান সালের গ্রাহক হইয়া গিয়াছেন, তাহা নহে; প্রথম হইতে যত “দপ্তর” এ পর্য্যন্ত বাহির হইয়াছে, তিনি তাহার সমস্তই নগদ মূল্যে খরিদ করিয়া লইয়া গিয়াছেন।
এখন পাঠকগণ আমাকে জিজ্ঞাসা করিবেন, দারোগার দপ্তরের একজন গ্রাহক হইলেন, তাহার সমাচার এই স্থানে প্রদান করিবার অর্থ কি?
উত্তরে আমি এইমাত্র বলিতে পারি, পাঠকগণের মধ্যে যদি কাহারও পূর্ব্ববর্ণিত গ্রাহকের ন্যায় বিশ্বাস থাকে, তাহা হইলে তিনি ইহা যেন মনে না করেন যে, এই প্রবন্ধ লিখিত ঘটনাও আমার জীবনের একটা অংশ।
আমি যে দারোগার চরিত্রের বিষয় নিম্নে লিপিবদ্ধ করিলাম, তিনি যে একবারে সেকেলে দারোগা তাহা নহে, অথচ নিতান্ত একেলে দারোগাও নহেন। ত্রিশ বৎসরকাল সরকারী কার্য্য করিয়া কেবলমাত্র তিন চারি বৎসর অতীত হইল, পেন্সন্ গ্রহণ করিয়াছেন, এবং এখনও পেন্সন্ লব্ধ অর্থ দ্বারা জীবন ধারণ করিতেছেন।
কার্য্যসূত্রেই ইহার সহিত আমার প্রথম পরিচয় হয়। যে সময় ইহার সহিত আমার প্রথম পরিচয় হয়, সেই সময় ইনি মফঃস্বলের কোন একটী থানার ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন। যে ঘটনাটী আমি এই স্থানে পাঠকপাঠিকাগণের নিকট বর্ণন করিতেছি, সেই ঘটনার অব্যবহিত পরেই আমাকে তাঁহার থানায় গিয়া উপস্থিত হইতে হয়। সুতরাং সমস্ত বিষয় আমি অনায়াসেই অবগত হইতে সমর্থ হই।
পাঠক-পাঠিকাগণের মধ্যে অনেকেই অবগত আছেন যে, মফঃস্বলে জমিদারগণের মধ্যে কোন জমি লইয়া বিবাদ উপস্থিত হইলে সেই জমি সহজেই কেহ পরিত্যাগ করিতে চাহেন না। অথচ সেই সামান্য জমির নিমিত্ত সময় সময় উভয় পক্ষের মধ্যে এরূপ ভয়ানক বিবাদ ও দাঙ্গা উপস্থিত হয় যে, তাহাতে উভয় পক্ষের মধ্যে প্রায়ই খুন জখম হইয়া থাকে, এবং মামলা মোকদ্দমা করিতে উভয় পক্ষেরই সহস্র সহস্র মুদ্রা ব্যয় হইয়া যায়।
যে বিষয়টী নিম্নে বিবৃত হইতেছে, ইহাও ঠিক সেই প্রকারের ঘটনা। একখণ্ড সামান্য জমি লইয়া উভয় জমিদারের মধ্যে ভয়ানক বিবাদ উপস্থিত হইল, এবং উভয় জমিদারের মধ্যে ভয়ানক জিদ হইল যে, তাঁহারা সেই জমি জোরপূর্ব্বক দখল করিয়া লন| দখল করিতে হইলে উভয় পক্ষেরই বিশেষ বলের প্রয়োজন। সুতরাং সেই বল, অর্থাৎ উপযুক্ত পরিমিত লাঠিয়াল, সংগ্রহ হইতে আরম্ভ হইল। দেখিতে দেখিতে উভয় পক্ষেই দাঙ্গার নিমিত্ত প্রস্তত হইতে লাগিলেন। প্রসিদ্ধ প্রসিদ্ধ দাঙ্গাবাজ লাঠিয়াল ও সড়কিওয়ালা সকল উভয় পক্ষেই আসিয়া উপস্থিত হইল।
উভয় জমিদারের মধ্যে একখণ্ড জমি লইয়া ভয়ানক দাঙ্গা হইবে, এই সংবাদ সেই থানার ভারপ্রাপ্ত কর্ম্মচারীর কর্ণগোচর হইবামাত্র তিনি উভয় জমিদারকে সংবাদ প্রদান করিলেন যে, যে জমি লইয়া আপনারা দাঙ্গা করিতে প্রবৃত্ত হইয়াছেন, সেই জমিতে আমি কোন প্রকারেই দাঙ্গা হইতে দিব না। আমি আমার লোকজনের সহিত সেই স্থানে গিয়া অবস্থিতি করিতেছি, আপনারা দাঙ্গা করিবার নিমিত্ত সেই স্থানে গমন করিলেই আমি আপনাদিগকে ধৃত করিব।
এই সংবাদ পাইয়া একজন জমিদার দারোগা বাবুর নিকট তাঁহার একজন বিশ্বস্ত কর্ম্মচারীকে প্রেরণ করিলেন।
তিনি আসিয়া দারোগা বাবুর সহিত সাক্ষাৎ করিলেন, এবং তাঁহাকে কহিলেন, “আপনি আমাদিগের দাঙ্গা পূর্ব্ব হইতে রহিত করিবার ইচ্ছা করিতেছেন কেন? দাঙ্গা হইয়া গেলে, আপনি আপনার কর্ত্তব্য কার্য্য অনায়াসেই করিতে পারেন।
দারোগা। দাঙ্গা হইয়া গেলে, আসামিগণকে ধরিয়া তাহাদিগের নামে মোকদ্দমা চালান অপেক্ষা যাহাতে দাঙ্গা হইতে না পারে, তাহার দিকে দৃষ্টি রাখা আমার প্রধান কর্ত্তব্য কর্ম্ম, তাহা কি আপনি অবগত নহেন?
কর্ম্মচারী। তাহা আমি জানি, কিন্তু আমরা যদি দাঙ্গা করাই স্থির করিয়া থাকি, তাহা হইলে আপনি কি কোনরূপে উহা নিবারণ করিতে পারেন।
দারোগা। না পারিব কেন?
কর্ম্মচারী। কিছুতেই পারেন না।
দারোগা। কেন?
কর্ম্মচারী। আপনি কিরূপে রক্ষা করিতে পারিবেন?
দারোগা। কেন, আমার কি লোকজন নাই?
কর্ম্মচারী। আছে, কিন্ত আমাদিগের লোকজনের অপেক্ষা আপনার লোকজনের সংখ্যা নিতান্ত সামান্য।
দারোগা। তাহা আমি জানি, জানিয়াও যে আমি দাঙ্গা স্থগিত রাখিতে পারিব, সে বিশ্বাস আমার আছে।
কর্ম্মচারী। কিরূপে আপনি নিবৃত্ত রাখিবেন?
দারোগা। কেন, যেস্থানে দাঙ্গা হইবে, সেই স্থানে উপস্থিত হইয়া।
কর্ম্মচারী। কোন্ স্থানে দাঙ্গা হইবে, তাহা আপনি কিরূপে জানিতে পারিবেন?
দারোগা। তাহা আমি জানিতে পারিব।
কর্ম্মচারী। আর যদি আপনি জানিতেই পারেন, তাহা হইলে যখন আমাদিগের উভয় পক্ষে দাঙ্গা আরন্ত হইবে, তখন আপনি সেই স্থানে গমন করিলেই বা কি করিতে পারেন, সেই সময় আপনাকে মানিবেই বা কে? আর আপনি কাহাকেই বা ধরিতে পারিবেন? দাঙ্গা শেষ হইয়া গেলে, আপনারা অনুসন্ধান করিয়া আসামিগণকে ধরিতে পারেন সত্য; কিন্তু তাহাতে আমাদিগের কিছুমাত্র ক্ষতি নাই। দাঙ্গা করিয়া যদি জমি দখল করিয়া লইতে পারি, তাহা হইলে মোকদ্দমার নিমিত্ত আমরা কিছুমাত্র ভীত নহি। মোকদ্দমায় লিপ্ত থাকা জমিদারদিগের একরূপ নিত্যকার্য্য।
দারোগা। আচ্ছা, আমি আপনাকে একটী কথা জিজ্ঞাসা করি, আপনি তাহার যথার্থ উত্তর প্রদান করিবেন কি?
কর্ম্মচারী। প্রকৃত উত্তর প্রদান না করিব কেন?
দারোগা। আপনারা অপর জমিদারের সহিত দাঙ্গা করিতে প্রস্তত আছেন।
কর্ম্মচারী। তাহা না থাকিলে, আমি আর আপনার নিকট আসিব কেন?
দারোগা৷|তাহা হইলে আপনারা আমাদিগের সহিত দাঙ্গা করিতে প্রস্তত আছেন?
কর্ম্মচারী। এ কথার অর্থ আমি ঠিক বুঝিতে পারিলাম না।
দারোগা। এক পক্ষে আপনারা, এবং অপর পক্ষে অপর জমিদারের লোক। এই উভয় পক্ষের মধ্যে যেমন আপনারা দাঙ্গা করিতে প্রস্তুত আছেন, সেইরূপ এক পক্ষে আপনার লোকজন, ও অপর পক্ষে আমরা; অর্থাৎ সরকারী লোক দাঁড়াইলে তাঁহাদের সহিত সেইরূপ দাঙ্গা করিতে প্রস্তত আছেন কি?
কর্ম্মচারী। না, তাহাতে আমরা প্রস্তুত নহি।
দারোগা। কেন?
কর্ম্মচারী। আপনারা বা আপনার লোকজনের সহিত দাঙ্গা করা ও ভারতেশ্বরীর বিপক্ষে দণ্ডায়মান হওয়া এক কথা। বিশেষ ইহাতে আপনাদিগের সহিত দাঙ্গা হইবার কিছুমাত্র সম্ভাবনা নাই। কারণ, গবর্ণমেণ্টের পক্ষ হইতে আপনারা কিছু সেই বিবাদী জমির দাওয়া করিতেছেন না।
দারোগা। আর যদি তাহাই করি?
কর্ম্মচারী। তাহা হইলে আমরা আপনাদিগের সহিত দাঙ্গা করিব না, আদালতের আশ্রয় গ্রহণ করিব।
দারোগা। জমিদারের সহিত তবে তোমরা দাঙ্গা করিতে প্রবৃত্ত হইতেছ কেন, তাহার সহিতও কেন বিচারালয়ে গমন কর না?
কর্ম্মচারী। তাহা যাইব কেন? সমানে সমানে যে কার্য্য হয়, তাহার নিমিত্ত কেন আমরা আদালতে যাইব। সরকারের সহিত দাঙ্গায় প্রবৃত্ত হইলে, আমাদিগকে রাজবিদ্রোহিরূপে পরিগণিত হইতে হইবে। সুতরাং আমরা সে কার্য্য না করিয়া, রাজারই শরণাপন্ন হইব, তাঁহারই বিচারালয়ে গিয়া তাঁহার বিরুদ্ধে নালিশ করিব। তিনিই ইহার সত্যাসত্য বিচার করিয়া যাহা আইন-সঙ্গত হয়, তাহাই করিবেন।
দারোগা। তাহা হইলে আপনি এখন বেশ বুঝিতে পারিতেছেন যে, আমি কিরূপে দাঙ্গা নিবারণ করিতে সমর্থ হইতে পারি?
কর্ম্মচারী। না, তাহা আমি ঠিক বুঝিয়া উঠিতে পারিতেছি না।
দারোগা। যে জমি লইয়া বিবাদ, তাহা এখন কাহার দখলে আছে?
কর্ম্মচারী। আমাদিগের বিপক্ষ জমিদারের।
দারোগা। এখন আপনাদিগের বিপক্ষ পক্ষের হস্ত হইতে সেই জমি গ্রহণ করিতে হইলে, দাঙ্গা করিবার প্রয়োজন; কিন্তু সেই দাঙ্গা কোথায় হইবার সম্ভাবনা?
কর্ম্মচারী। দাঙ্গা যে কোন্ স্থানে হইবে, তাহা আমি এখন আপনাকে বলিব কেন?
দারোগা। তাহা আপনাকে বলিতে হইবে না, সামান্য মূর্খেও বুঝিতে পারে, এই দাঙ্গা কোথায় হইবে।
কর্ম্মচারী। কোথায় হইবে?
দারোগা। যে জমি লইয়া বিবাদ, সেই জমির উপর বা সেই জমির পার্শ্বে সেই দাঙ্গা হইবে।
কর্ম্মচারী। সেই স্থানেই যে দাঙ্গা হইবে, তাহা আপনি কিরূপে অনুমান করিতেছেন?
দারোগা। অনুমান কেন, সেই স্থানে যে দাঙ্গা করিতে হইবে সে সম্বন্ধে কিছুমাত্র সন্দেহ নাই।
কর্ম্মচারী। আপনি কিরূপে জানিলেন?
দারোগা। কিরূপে জানিলাম তাহা আপনি জানিতে চাহেন?
কর্ম্মচারী। যদি বলেন।
দারোগা। সেই জমিতে এখন ধান্য আছে না?
কর্ম্মচারী। হাঁ, এখন উহাতে ধান্য আছে।
দারোগা। সেই ধান্য এখন প্রায় পাকিয়া আসিল। কেমন একথা সত্য কি না?
কর্ম্মচারী। সত্য।
দারোগা। সেই ধান্য যখন রোপিত হইয়াছিল, তখন আপনাদিগের কর্ত্তৃক হয় নাই।
কর্ম্মচারী। তবে কাহারা রোপণ করিয়াছিল?
দারোগা। যাহাদিগের সহিত এখন আপনারা দাঙ্গা করিতে প্রস্তত, তাহারাই সেই ধান্য সেই জমিতে রোপণ করিয়াছিলেন।
কর্ম্মচারী। একথা আপনাকে কে বলিল?
দারোগা। একথা অপরকে আর বলিতে হইবে কেন। যদি আপনাদিগের কর্ত্তৃক ধান্য রোপিত হইত, তাহা হইলে সেই জমি দখল করিবার নিমিত্ত এই দাঙ্গার প্রয়োজন হইবে কেন? আপনাদিগের উহা দখলে নাই বলিয়াই, জোর পূর্ব্বক উহা দখল করিতে প্রস্তুত হইয়াছেন। নিজের দখলে থাকিলে কি কেহ কখনও বিবাদে প্রবৃত্ত হয়?
কর্ম্মচারী। আচ্ছা তাহাই যেন হইল, তাহাতে আপনি কিরূপে অবগত হইতে পারিবেন, কোন্ স্থানে আমাদিগের দাঁঙ্গা হইবে।
দারোগা। সেই জমি দখল করিতে হইলে আপনাদিগকে সেই জমির ধান্য কাটিয়া লইতে হইবে। তাহা না হইলে সেই ভমি আপনাদিগের দখলীভূত হইবে কিরূপে? সুতরাং ধান্য কাটিতে হইলে আপনাদিগকে সেই জমিতেই গমন করিতে হইবে, এবং আপনাদিগের বিপক্ষ পক্ষদিগকেও সেই স্থানে আসিয়া আপনাদিগের কার্য্যের প্রতিবন্ধক হইতে হইবে, তাহা হইলে দাঙ্গা আর কোন্ স্থানে হইবার সম্ভাবনা?
কর্ম্মচারী। ভাল, দাঙ্গা যেস্থানে হইবে, তাহা যেন আপনি অনুমান করিয়া লইলেন; কিন্তু আপনার সামান্য লোক লইয়া দাঙ্গা নিবারণ করিতে সমর্থ হইবেন কি প্রকারে?
দারোগা। সামান্য লোক লইয়া দাঙ্গা নিবারণ করিবার ক্ষমতা আমার নাই সত্য; কিন্তু আমি যাহার কর্ম্মচারিরূপে এই স্থানে নিযুক্ত আছি, তাঁহার সেই ক্ষমতা না থাকিলে এই বিশাল সম্রাজ্য রক্ষা হইত কি প্রকারে? জানিবেন, আমি তাঁহারই বলে বলীয়ান বলিয়া, এই সামান্য দাঙ্গা অনায়াসেই নিবৃত্ত করিতে সমর্থ হইব।
কর্ম্মচারী। আপনি যাঁহার কথা বলিতেছেন, তিনি এখানে নাই, বা তাঁহার সৈন্য সামন্তও এখানে নাই, তখন আপনি কিরূপে আমাদিগের দাঙ্গা নিবৃত্ত করিতে সমর্থ হইবেন?
দারোগা। ফরাসডাঙ্গা, ফরাসী শাসনের অন্তর্গত একটী নিতান্ত ক্ষুদ্র স্থান, উহা ইংরাজ রাজত্বের মধ্যস্থলে, অথচ ইংরাজের প্রতিকূলে দণ্ডায়মান হইয়া সেই স্থান রক্ষা করিতে পারেন, এরূপ সৈন্য-সামন্ত প্রভৃতি কোন বলই ফরাসিদিগের তথায় নাই। কিন্ত ব্রিটিশ সিংহ সেইস্থানটী কি কাড়িয়া লইতে পারেন? কখনই না; আপনিও ঠিক সেইরূপ ভাবিয়া দেখুন না কেন? আমার অর্থাৎ সরকারী কার্য্যের সময় তাহার কর্ম্মচারীর বিরুদ্ধে যদি আপনারা দণ্ডায়মান হন, এবং তাঁহাদিগের সহিত আপনারা দাঙ্গা করিতে প্রবৃত্ত হন, তাহা হইলে তখন হয়ত আপনাদিগের জয়লাভ হইতে পারে, কিন্তু তাহার ভবিষ্যতফল কি হয়, তাহা একবার ভাবিয়া আনিতে পারেন কি?
কর্ম্মচারী। তাহা পারি, কিন্ত আমরা আপনাদিগের সঙ্গে দাঙ্গা করিব কেন, আমরা দাঙ্গা করিব অপর আর একজন জমিদারের সঙ্গে।
দারোগা। আমি যদি মনে করি যে, আপনাদিগের মধ্যে কোনরূপেই দাঙ্গা হইতে দিব না, তাহা হইলে দাঙ্গা করিবার নিমিত্ত অপর জমিদারকে আপনি পাইবেন কোথায়?
কর্ম্মচারী। তাহা হইলে আমাদিগের আরও সুবিধা হইবে। যদি অপর জমিদারকে সেই স্থানে না পাই, তাহা হইলে বিনা দাঙ্গাতেই ত আমরা সেই জমি দখল করিয়া লইতে সমর্থ হইব, ইহা অপেক্ষা আর সুবিধা কি হইতে পারে?
দারোগা। তাহা মনে করিবেন না, আমরা যদি মধ্যস্থ হই, তাহা হইলে সে সুযোগ কাহারও ঘটিবে না।
কর্ম্মচারী। কেন?
দারোগা। কেন, তাহা যদি জানিতে চাহেন, তাহা আমি আপনাকে বলিতেছি। আমার যে কয়েকজন লোক আছে, তাহাদিগকে লইয়া আমি সেই বিবাদ স্থানে গিয়া পূর্ব্বেই উপস্থিত হইব, এবং সেইস্থানেই দিবারাত্রি অতিবাহিত করিব। আপনাদিগের কোন পক্ষকেই আমরা সেইস্থানে গমন করিতে দিব না, জমির ধান্য যেরূপ অবস্থায় আছে, সেইরূপ অবস্থায় রাখিয়া দিব; কাহাকেও কাটিতে দিব না। যদি বুঝিতে পারি, ফসল নষ্ট হইয়া যাইতেছে, তাহা হইলে সরকারী খরচে ধান কাটাই ও মাড়াই করিয়া রাখিয়া দিব; বিচারালয়ে সেই জমির গোলোযোগ মিটিয়া গেলে, সেই জমি যিনি পাইবেন, সেই আমানতি ধান্যও তাঁহার হইবে। আপনাদিগের মধ্যে কোন পক্ষ, ধান্য ক্রোক করিবার নিমিত্ত সেই স্থানে গমন করিলে, আমরা প্রথমতঃ তাঁহাকে সেই স্থান হইতে প্রস্থান করিবার নিমিত্ত আদেশ প্রদান করিব। ইহাতে যদি তিনি আমাদিগের কথায় কর্ণপাত না করিয়া, ধান্য কর্ত্তন করিতে প্রবৃত্ত হন, তাহা হইলে আমরা তাঁহর বিপক্ষে দণ্ডায়মান হইব, তাহাতেও যদি তিনি আমাদিগের আদেশ লঙ্ঘন করিয়া আমাদিগের সহিত দাঙ্গা করিতে আরম্ভ করেন, তাহা হইলে তিনি রাজবিদ্রোহীরূপে পরিগণিত হইবেন। পরিশেষে তাঁহার অবস্থা যাহা হইবে তাহা স্বচক্ষেই দেখিতে পাইবেন।
কর্ম্মচারী। তাহা হইলে আপনারা কোন পক্ষকেও সেই ধান্য কাটিতে দিবেন না?
দারোগা। না। তাহা ত আমি পূর্ব্বেই আপনাকে বলিয়াছি।
কর্ম্মচারী। এরূপ বন্দোবস্ত করিলে চলিবে না, ইহাতে আমাদিগের বিশেষরূপ ক্ষতি হইবার সম্ভাবনা। দাঙ্গার পূর্ব্বে আপনি কোনরূপ প্রতিবন্ধকতাচরণ করিবেন না, দাঙ্গা হইয়া যাউক, তাহার পরে আপনাদিগের আইন-অনুযায়ি যে কোন অনুসন্ধানের প্রয়োজন হইবে, তাহা করিবেন। যাহাকে ধৃত করা বিবেচনা করেন, ধরিবেন, বা যাহার উপর মোকদ্দমা চালাইবার প্রয়োজন হয়, চালাইবেন, তাহাতে আমাদিগের কিছুমাত্র আপত্তি নাই। কিন্তু দাঙ্গার পূর্ব্বে কোনরূপ গোলযোগ করিবেন না।
দারোগা। দাঙ্গা হইয়া গেলে, তাহার অনুসন্ধানাদি করা আমাদিগের বিশেষ কষ্টকর হইয়া পড়ে। তদ্ব্যতীত কোনরূপ অপরাধ সংঘটিত হইবার পূর্ব্বে যাহাতে সেই অপরাধ ঘটিতে না পারে, সেই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখা আমাদিগের প্রধান কার্য্য।
কর্ম্মচারী। তাহা হইলে আমাদিগের কার্য্য কিরূপে সম্পন্ন হইতে পারে?
দারোগা। আপনাদিগের কি কার্য্য?
কর্ম্মচারী। জমি দখল করিয়া লওয়া।
দারোগা। যে জমি অপরের দখলে আছে, সেই জমি আমি আপনাকে দখল করাইয়া দিব কিরূপে?
কর্ম্মচারী। আপনাকে জমি দখল করাইয়া দিতে হইবে না। সে বিষয়ে আপনি একটু সহায় থাকিলে, তাহা আমরা অনায়াসেই করিয়া লইতে পারিব।
দারোগা। এ কার্য্যে আমি কিরূপে আপনাদিগের সহায়তা করিতে সমর্থ হইব?
কর্ম্মচারী। তাহার উপায় আছে, আপনি মনে করিলে, আমাদিগকে সম্পূর্ণরূপে সাহায্য করিতে পারিবেন, আপনাকে সরকারী কার্য্যের কোনরূপ ত্রুটিও করিতে হইবে না। অধিকন্তু আপনার কিছু লাভ হইবারও বিশেষ সম্ভাবনা আছে।
দারোগা। সরকারী কার্য্য বজায় রাখিয়া আপনারা আমার নিকট হইতে কিরূপ সাহায্য প্রার্থনা করেন?
কর্ম্মচারী। দাঙ্গা বা আমাদিগের জমি দখল করিয়া লইবার পূর্ব্বে আপনি কোনরূপ প্রতিবন্ধকতাচরণ করিবেন না। কার্য্য শেষ হইয়া গেলে, আমাদিগকে আইন-অনুযায়ী যেরূপ দোষে দোষী বিবেচনা করেন, আমাদিগের উপর সেইরূপ মোকদ্দমা চালাইবেন।
দারোগা। আপনাদিগের উদ্দেশ্য আমি বেশ বুঝিতে পারিতেছি, আপনাদিগের ইচ্ছা, দাঙ্গা হইয়া যাউক, তাহার পর যা হয় হইবে। কেমন নয়?
কর্ম্মচারী। যে কোন প্রকারে আমাদের দখল করা প্রয়োজন।
দারোগা। এ প্রকার কার্য্য প্রায় বিনা-দাঙ্গায় সম্পন্ন হয় না।
কর্ম্মচারী। না, তাহা হইলে আমাদিগের সুবিধা হয় না।
দারোগা। আপনাদিগের সুবিধায় আমার লাভ?
কর্ম্মচারী। লাভ বিলক্ষণ আছে।
দারোগা। কিরূপ বিলক্ষণ লাভ আছে?
কর্ম্মচারী। আপনি আমাদিগের দাঙ্গা বন্ধ করিয়া দিবেন না, আমরা আপনাকে পাঁচশত টাকা প্রদান করিব।
দারোগা। এ কার্য্য পাঁচশত টাকায় হইবার সম্ভাবনা নাই।
কর্ম্মচারী। কত টাকায় হইবার সম্ভাবনা?
দারোগা। সহস্র মুদ্রার কম নহে।
কর্ম্মচারী। আচ্ছা আমি আমার মনিবকে একবার জিজ্ঞাসা করিয়া দেখি, যদি তিনি অত অর্থ প্রদানে সম্মত হন, তাহা হইলে আমার আর আপত্তি কি? আপনি তাহাই পাইবেন।
দারোগা। কেবলমাত্র আমাকে অর্থ প্রদান করিলেই যে চলিবে তাহা নহে। আমি আপনাদিগকে যেরূপ ভাবে কার্য্য করিতে বলিব, তাহাই আপনাদিগকে করিতে হইবে।
কর্ম্মচারী। তাহা ত নিশ্চয়, আপনার কথার অবাধ্য হইয়া আমরা কিরূপে চলিতে পারি। আমাদিগকে কিরূপে চলিতে হইবে, তাহা বলিয়া দিন, আমরা সেইরূপ ভাবে কার্য্য করিতে আরম্ভ করি।
দারোগা। আপনি অগ্রে আপনার মনিবের সহিত বন্দোবস্ত করিয়া এদিকের বিষয়টা ঠিক করিয়া আসুন, তাহার পর যাহা করিতে হয়, তাহা আপনাকে বলিয়া দিব।
কর্ম্মচারী। এদিকের বিষর একরূপ স্থিরই জানিবেন, মনিবকে আমি যাহা কহিব, তাহাতেই তাঁহাকে অভিমত প্রদান করিতে হইবে। আচ্ছা, আমি এখন চলিলাম্, কল্য আসিয়া আপনার সহিত সাক্ষাৎ করিব।
এই বলিক কর্ম্মচারী মহাশয়, সেইদিবস সেই স্থান হইতে প্রস্থান করিলেন, ও পরদিবস প্রত্যূষে পুনরায় আগমন করিয়া, দারোগা বাবুর সহিত সাক্ষাৎ-পূর্ব্বক তাঁহার হস্তে একবারে পাঁচশত টাকার নোট প্রদান করিয়া কহিলেন, “আমি আমার মনিবকে বলিয়া সমস্তই স্থির করিয়া আসিয়াছি, তিনি আপনার প্রস্তাবে সম্মত হইয়াছেন। আপাততঃ পাঁচশত টাকা প্রেরণ করিয়াছেন, অবশিষ্ট পাঁচশত টাকা যেদিবস দাঙ্গা হইবে, সেইদিবস প্রদান করিবেন।” এখন আমাদিগকে কি করিতে হইবে, তাহা বলিয়া দিন।
দারোগা। কি যে করিতে হইবে, তাহা এখন আপনাদিগকে বলিবার প্রয়োজন নাই। আর আমি যাহা করিব, তাহার দিকেও আপনারা কোনরূপ লক্ষ্য করিবেন না। আপনারা কেবলমাত্র এই করিবেন যে, আপনাদিগের লোকজন সমস্তই ঠিক রাখিবেন, আমি যে সময় স্থির করিয়া দিব, ঠিক সেই সময়ে আপনারা দাঙ্গা আরম্ভ করিবেন। আমাকর্ত্তৃক নির্দ্ধারিত সময়ের যেন কিছুমাত্র ইতরবিশেষ না হয়।
কর্ম্মচারী। তাহা হইবে না।}}
এই বলিয়া কর্ম্মচারী মহাশয় সেদিবস সেইস্থান হইতে প্রস্থান করিলেন। যাইবার সময় বলিয়া গেলেন, “কল্য আসিয়া আপনি যেরূপ অনুমতি করেন, তাহা জানিয়া যাইব।”