চতুর্দ্দশপদী-কবিতাবলি/কবিবর ভিক্তর হ্যূগো
(পৃ. ৮৩)
৮৩
(কবিবর ভিক্তর হ্যূগো।)
আপনার বীণা, কবি, তব পাণি-মূলে
দিয়াছেন বীণাপাণী, বাজাও হরষে!
পূর্ণ, হে যশস্বি, দেশ তোমার সুষশে,
গোকুল-কানন যথা প্রফুল্ল বকুলে
বসন্তে! অমৃত পান করি তব ফুলে
অলি-রূপ মনঃ মোর মত্ত গো সে রসে!
হে ভিতর, জয়ী তুমি এই মর-কুলে!
আসে যবে যম, তুমি হাসো হে সাহসে।
অক্ষয় বৃক্ষের রূপে তব নাম রবে
তব জন্ম-দেশ-বনে, কহিনু তোমারে;
(ভবিষ্যদ্বক্তা কবি সতত এ ভবে,
এ শক্তি ভারতী সতী প্রদানেন তারে)
প্রস্তরের স্তম্ভ যবে গল্যে মাটি হবে,
শৌভিবে আদরে তুমি মনের সংসারে!