চতুর্দ্দশপদী-কবিতাবলি/নদীতীরে প্রাচীন দ্বাদশ শিবমন্দির
(পৃ. ৪০)
৪০
(নদী-তীরে প্রাচীন দ্বাদশ শিব-মন্দির।)
এ মন্দির-বৃন্দ হেথা কে নির্ম্মিল কবে?
কোন্ জন? কোন্ কালেম জিজ্ঞাসিব কারে?
কহ মোরে, কহ, তুমি কলকল রবে,
ভুলে যদি, কল্লোলিনি, না থাক লো তারে!
এ দেউল-বৰ্গ গাঁথি উৎসর্গিল যবে
সে জন, ভাবিল কি সে, মাতি অহঙ্কারে,
থাকিবে এ কীর্ত্তি তার চিরদিন ভবে,
দীপরূপে আলো করি বিস্মৃতি-আঁধারে?
বৃথা ভাব, প্রবাহিণি, দেখ ভাবি মনে।
কি আছে লো চিরস্থায়ী এ ভবমণ্ডলে?
গুঁড়া হয়ে উড়ি যায় কালের পীড়নে
পাথর; হুতাশে তার কি ধাতু না গলে?—
কোথা সে? কোথা বা নাম? ধন? লো ললনে?
হায়, গত, যথা বিশ্ব তব চল জলে!