চয়নিকা (১৯৪১)/কুটুম্বিতা

কুটুম্বিতা

কেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে—
ভাই ব’লে ডাকে। যদি দেব গলা টিপে’।
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা,—
কেরোসিন বলি উঠে- এসো মোর দাদা।

—কণিকা