চিত্ত-প্রদীপ/গোত্রহীন

গোত্রহীন

চম্পক ক লি তোর কম্পন থামা।
চঞ্চল অলি মাগে “চুম্বন নামা"॥
কুণ্ঠিত তনু কেন গুণ্ঠনে ঢাক।
শুন্‌তে কি পাওনা সুন্দর ডাক?

কুঞ্জে কুঞ্জে হের মূর্চ্ছনা কোলে।
সুর-চেনা পরীদের অঞ্চল দোলে॥
ভোলে ভোলে গো ছলনার চাতুরী।
কল্লোল ভরা গানে গল্‌বার মাধুরি॥
চম্পক বনে লাগে চুম্বক টান।
জম্‌কালো রাগিণীর চম্‌কানো তান॥
শোন শোন সাগরের উদারা তারা।
দুধারায় হবে বুঝি পলক হারা॥
কম্পন থামা ওরে চম্পক বামা।
নন্দন নেমে আসা ঝঙ্কার নামা॥
চন্দ-চর্চিত অর্চিত তনু মন।
তন্ত্রীতে তন্ত্রীতে মুরছায় অনুখণ॥
সুর চায় তোর পায় চম্পক চাঁদ।
নম্বর আগে তোর বাঁধ্‌ বীণ বাঁধ্‌॥

দুই

দুর্লভ মহিমার ফুলভরা সাজি গো।
গুণঘায় মুরছায় মন-পাখী আজিও॥
বাজি ভোর করা চোর ছন্দয় কাঁদছে।
ক্ষণে ক্ষণে মনে প্রাণে বন্ধনে মারছে॥
যারা করে গুম্‌ খুন্‌ ঘুম্‌ চুম্‌ সন্ধ্যায়।
তন্ত্রার গুণ বোনা ঝঙ্কার সুর ছায়॥
পুরোপুরি পুরোভাগ পর্যায় পড়ে না।
গরজায় ঘন মেঘ বর্ষার ঘোরে না!

দরকার নেই যদি দরকার কেন?
তরবার সান দেয় ভরসায় যেন॥
চর্‌কার চাক থেকে বার হয় সুতা।
মর্‌বার পরে তবে জন্‌মের কথা॥
সুর দেব ঘুরে ঘুরে চুরমার করে।
পূর্‌ণিমা রাতে যদি নাহি আস ঘরে॥

তিন

আঁকি কবির গাথা কোন ছবির পরে।
থাকি গৃহে অথবা বন-নদীর ধারে॥
মন-মরুর পথে ওর আকাশ-রথে।
ধন ধরায় ঢালে নিশি দিবস গতে॥
শোন্‌ প্রাণ কানেতে গান গভীর খাতে!
কোন্‌ ত্রাণ করাতে তান বুনেছে সাথে॥
ওগো কবি কি গো যোগী, কেবা আমারে কবে।
সব লেখনী পরে কোন মোহন জপে॥
প্রাণ উদাসী হাওয়া ঐ সুরের ছাওয়া।
দান করিছে সদা প্রাণ-পুরের পাওয়া॥
কোন্‌ ঋতুর আগে প্রাণ প্রীতিতে জাগে।
কোন্‌ সুদূর থেকে গান করিতে ডাকে॥
হাতে রঙিন্‌ তুলি আছে আপনা ভুলি।
যাকে পরম ক্ষণে কোন চরণ ধূলি॥
ভুল পথে যাই যদি কুল ধরে টান।
"গুল বনে কাঁটা তাহা মান ওগো মান"॥



ফুল বোন বঁধু মোর তুল কোথা তোর;
পরতে পরতে বাঁধ রাঙা রাখী ডোর॥
শরতে দরদ সাথে উঁকি দিয়ে যাও।
চুপি চুপি বরষের ভরসা সাজাও॥
সফলতা সুরে তার বাঁধ বার বার॥
পরম মিলন আনে চরম সময়।
"মরণ নিকট” যবে গাহ দয়াময়॥
চাহ তুমি মোরে তাই গাহ নিশিদিন।
"বিপথে চলিলে বঁধু হয়ে যাব লীন"॥
নামি নামি এস প্রভু এস আরো কাছে।
মরতে স্বরগ মধু মিলনের মাঝে॥

চার

দোঁহা বনে যাব আজি
মহাদের বলি।
পোহাবেনা সুখ-রাতি
সোহাগেতে অলি।
মোহ কেন স্নেহ শুধু
দেহ নহে মন।
পলকে পলকে পাব
নব মধু বন॥

ক'ব সবে দোহাবলী
মায়া মোহ দলি।
মীরার গোপাল আসে
স্নেহে প্রেমে গলি॥
নেমে আসে স্বরগের
সুখ-দ্বার খুলি।
বারে বারে যুগে যুগে
বুকে লয় তুলি॥
দেশহাবলী লিপি বঁধু
চরণের ছায়।
পরম পুরুষে মন
চায় আজি চায়॥
মরমে মরমে ভাষা
পরম নিলয়।
দোহাবলী চরণের
চরণ মিলায়।